বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে ইনু 

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৮:৫১ পিএম

কুষ্টিয়ায় ৬ বছর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে গ্রেপ্তারাদেশ দিয়েছেন আদালত। 

রবিবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় কুষ্টিয়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে ইনুকে হাজির করলে আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

জানা যায়, এর আগে ২০২৪ সালের ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। ভারতে পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়।

এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন আদালত পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম। পরে আদালত থেকে কড়া পুলিশি পাহাড়ায় ইনুকে কুষ্টিয়া জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় বলেও নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত