বলিউডের সাহসী অভিনেত্রী হিসেবে খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। বিশেষ করে পোশাকের ব্যাপারে তার মধ্যে কখনোই রক্ষণশীল মনোভাব ছিল না। চরিত্রের প্রয়োজনে পর্দায় তো বটেই, পর্দার বাইরেও তিনি বেশ স্বাধীনচেতা। কিন্তু এই ‘সাহসী’ প্রিয়াঙ্কাই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাকি বিকিনি পরতে চাননি! যেটা পরা ওই সুন্দরী প্রতিযোগিতার সৌন্দর্যেরই একটি অংশ। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। তখন বয়স ছিল মাত্র ১৮ বছর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছেন, প্রিয়াঙ্কা প্রতিযোগিতায় টু-পিস সুইমস্যুট পরতে অস্বীকার করেছিল। মধু বলেন, ‘প্রিয়াঙ্কার মুকুট জয়ের আগের বছর, ১৯৯৯ সালে ভারতের যুক্তা জিতেছিলেন এ প্রতিযোগিতা। তাই পরের বছরও ভারত পাবে, এটার সম্ভাবনা ছিল ক্ষীণ। প্রিয়াঙ্কাও সর্বত্র তার আচরণ একরকম রেখেছে। কিন্তু সুইমওয়্যার প্রতিযোগিতায় তারা ওকে বলেছিল টু-পিস পরো। কিন্তু সে নিজের মর্যাদা ঠিকই বজায় রেখেছিল।’
অবশ্য মিস ওয়ার্ল্ড জেতার পরই প্রিয়াঙ্কার ভাগ্যের চাকা খুলে যায়। যে বছর তিনি সেরা বিশ্বসুন্দরী হন, সে বছরই নিজ দেশে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় লারা দত্তের (পরবর্তী সময়ে বলিউড নায়িকা) কাছে পরাজিত হয়ে রানার-আপ হয়েছিলেন। মিস ওয়ার্ল্ড জেতার দুবছর পর, ‘থামিজান’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন প্রিয়াঙ্কা। কিন্তু অভিষেক ঘটে ‘দ্য হিরো’ দিয়ে। একপর্যায়ে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সফল অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।