নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অপূর্ব (২৫) নামে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় সম্রাট নামে একজনকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব জানান, রাত সাড়ে ৯টায় শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ থেকে ধর্ষণবিরোধী মশাল মিছিল বের হয়। আমাদের মিছিল শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। নেতাকর্মীরা যখন বাসায় যাচ্ছিল তখন বালুরমাঠ এলাকাতে অপূর্বকে ছুরিকাঘাত করা হয়। আহত অপূর্বকে খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এসময় উপস্থিত আশপাশের মানুষ ছুরিকাঘাত করা যুবককে আটক করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, ছুরিকাঘাতে অপূর্ব নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় সম্রাট নামের এক যুবককে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আটকের পর গণধোলাই দেয়। ঘাতক সম্রাট বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।