বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আক্ষেপ নেই নাঈমের

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:১৮ এএম

জাতীয় লিগ টি-টোয়েন্টির সর্বোচ্চ রান মোহাম্মদ নাঈমের, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রানও তার। এরপর শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটাও নাঈমের। এই আসরেও কি সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারবেন এই বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান?

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ উইকেটে ৪২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে প্রাইম ব্যাংক। ১২৫ বলে ১৭৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন নাঈম, তাতে ১৮টা বাউন্ডারি আর ৮ ছক্কা। ঢাকা লিগের প্রথমবারের মতো কোনো দল ৪০০’র বেশি রান করেছে, প্রাইম ব্যাংক ভেঙেছে ৭ বছর আগে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনীর ৪ উইকেটে ৩৯৩ রানের রেকর্ড। ১৭৬ রান করে আউট হওয়া নাঈম অবশ্য ডাবল সেঞ্চুরির চেষ্টা  করলে দেখা পেতেও পারতেন। আউট হয়েছেন ৩৮.৩ ওভারে। একটু সাবধানে খেললে আরও ২৪টা রান করতেই পারতেন। তবে ২০০ না হওয়াতে কোনো আক্ষেপ নেই নাঈমের, ‘লম্বা একটা ইনিংস খেলতে পেরেছি। আউট হওয়ার পর ঐ মুহূর্তে মনে হয়েছিল, আরেকটু মনঃসংযোগ ধরে রাখতে পারলে ভালো হতো। আমি ৩৬-৩৭ (৩৮) ওভারে আউট হয়েছি, আরেকটু শেষ পর্যন্ত থাকতে পারলে, ৪৪-৪৫ ওভার পর্যন্ত থাকতে পারলে পরিস্থিতিটা আরেকটু ভালো হতে পারত। আক্ষেপ নেই, ভালো খেলতে পেরেছি। ১৭৬ রান করতে পেরেছি, কোনো আক্ষেপ নেই।’

আল আমিন হোসেন, সালাউদ্দিন শাকিল, সোহাগ গাজী, নূর মোহাম্মদদের নিয়ে গড়া ব্রাদার্স ইউনিয়নের বোলিং লাইনআপটা কেমন, এই প্রশ্নে নাঈমের উত্তর, ‘ওরা ওদের সেরা বোলিং আক্রমণ নিয়ে নেমেছে, আমি ব্যক্তিগত কোনো মতামত দিতে চাই না, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’ নতুন কিছু চেষ্টা করেছেন কি না এই নিয়ে বললেন, ‘গত ২ বছর ধরে যেভাবে কাজ করছি, যেভাবে ব্যাটিং করে আসছি, একই প্রক্রিয়া মেনেই ব্যাটিং করছি। হয়তো, বেশি অ্যাকটিভ মনে হয়েছে মাঠে।’ অফসাইডে শট বাড়ানোর প্রসঙ্গে বললেন, ‘কাভার, এক্সট্রা কাভারে শটের রেঞ্জ বাড়ানোর জন্য গত কিছুদিন ধরেই কাজ করছি।’ ১৭৬ রান করলেও এই ইনিংসটাকে ক্যারিয়ারের সেরা ইনিংস বলতে নারাজ নাঈম। বরং প্রাইম ব্যাংকের বিপক্ষেই ১৩০ রানের বেশি একটা ইনিংস অন্য এক মৌসুমে খেলেছিলেন, সেটাই তার কাছে এগিয়ে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত