প্রথমবার খেলতে এসেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের শিরোপা জিতেছে শেলটেক ক্রিকেট একাডেমি।
রবিবার খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটের জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের। শেষ ম্যাচে শেলটেক হেরে গেলে এবং মোহামেডান জিতলে দুই দলের পয়েন্টই হবে ১৪। সেক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ের বিবেচনায় চ্যাম্পিয়নস হবে শেলটেকই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই মোহামেডানকে হারিয়েছিল শেলটেক।
ইউল্যাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শেলটেকের দুই স্পিনার ফাহিমা খাতুন (৩/১২) ও জান্নাতুল ফেরদৌস সুমনার (৩/৪৬) ঘূর্ণিতে মাত্র ১১৮ রানে অলআউট হয় খেলাঘর। তাদের ১০০ পার হওয়ার বড় কৃতিত্ব দিতে হবে শেলটেকের বোলারদের। তারা অতিরিক্ত রান খরচ করেছেন ২৭। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ইশমা তানজিম ২৮ ও শারমিন সুলতানা ৪১ রান করলে ১ উইকেটেই ৮০ রান তুলে ফেলে দলটি। এরপর হুট করেই ব্যাটিং ধস নামে তাদের। ১৩ রানের মধ্যে আউট হন পাঁচ ব্যাটার। যদিও শেষদিকে ফাহিমা ও সুমনা জিতিয়ে মাঠ ছাড়েন শেলটেককে।