আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হলো দুবাইতে, যেখানে ভারত চার উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর প্রথমবারের মতো কোনো ৫০ ওভারের আইসিসি ট্রফি ঘরে তোলে। তবে এই শিরোপা লড়াইয়ের মঞ্চে পাকিস্তান ছিল শুধুই নামমাত্র আয়োজক। পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার।
পাকিস্তান এই আসরের স্বাগতিক হলেও ভারত নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তানে না গিয়ে দুবাইতে তাদের সব ম্যাচ খেলে। কিন্তু ফাইনালের আনুষ্ঠানিকতার মঞ্চেও পাকিস্তানের কেউ না থাকায় বিস্ময় প্রকাশ করেন আকরাম-আখতার।
ফাইনালের পর ‘ড্রেসিং রুম শো’-তে আকরাম বলেন, ‘পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি অসুস্থ ছিলেন বলে আসতে পারেননি, তবে বোর্ডের পক্ষ থেকে সুমায়ের আহমেদ সৈয়দ (পিসিবির চিফ অপারেটিং অফিসার) ও উসমান ওয়াহলা (পিসিবির আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক) উপস্থিত ছিলেন। কিন্তু কেউই মঞ্চে দাঁড়াননি।
আমরা কি স্বাগতিক নই? তাহলে পিসিবির কেউ মঞ্চে ছিল না কেন? তাদের কি আমন্ত্রণ জানানো হয়নি? আমি জানি না আসল ঘটনা কী, তবে ব্যাপারটা দৃষ্টিকটু লেগেছে। পাকিস্তানের কোনো না কোনো প্রতিনিধি মঞ্চে থাকা উচিত ছিল, হোক সেটা ট্রফি বা মেডেল দেওয়ার জন্য নয়, তবু তাদের থাকা প্রয়োজন ছিল।’
শোয়েব আখতারও এক্স (সাবেক টুইটার)-এ ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে, তবে একটা বিষয় খুব অদ্ভুত লেগেছে—পুরস্কার বিতরণীতে পিসিবির কেউ ছিল না! পাকিস্তান ছিল স্বাগতিক, অথচ আমাদের কেউ ট্রফি উপস্থাপন করেনি। এটা আমার বোধগম্য নয়। বিষয়টা ভাবুন, আমরা আয়োজক হয়েও সেখানে কেউ নেই! এটা দেখে খুব খারাপ লাগছে।’
ফাইনালে জয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি রজার বিনি চ্যাম্পিয়নদের সাদা ব্লেজার উপহার দেন। বিসিসিআই সচিব দেবজিত সাইকা-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকলেও পাকিস্তানের কোনো প্রতিনিধি ছিলেন না।
এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তবে বিষয়টি নিয়ে এখনো পিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।