নারী নির্যাতন-নিপীড়ন বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটে আজ পর্যন্ত কোনও কর্মসূচি দেইনি। কিন্তু দেশে যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং যদি সুষ্ঠু বিচার আমরা না পাই, তাহলে অতি শিগগরিই ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য হবে।’
রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের পুরো ছাত্র সমাজের অনুভূতি বুঝার চেষ্টা করুন। মাগুরায় ধর্ষণের শিকার শিশু ধর্ষকদের বিচার অতিদ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করুন। আজকে থেকেই অপরাধীদের বিরুদ্ধে আরও বেশি সচেষ্ট হন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে মনেযোগী হোন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, গত সাড়ে ১৫ বছর নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি যে নির্মমতা অথবা গণধর্ষণের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর গণমাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হয়নি।
তিনি বলেন, ২০১৮ সালে নোয়াখালীর সূবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমার বোন পারুলকে কিভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বিচারও নিশ্চিত হয়নি। আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে স্বামীকে বেধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণধর্ষণ করেছে, তার বিচার এখনো নিশ্চিত করা যায়নি। গত সাড়ে ১৫ বছর যে নারীর প্রতি নিপীড়ন, ধর্ষণ, অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এদেশের মানুষ ভুলে যায়নি।’
নাছির উদ্দীন নাছির বলেন, ‘বাংলাদেশে গত সাড়ে ১৫ বছরে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেজন্য গত ৭/৮ মাসে নারীর প্রতি সহিংসতা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নারীর প্রতি সহিংস ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, মাগুরায় কিভাবে ৮ বছরের শিশুকে ধষর্ণ করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি এদেশের কিছু মানুষ নারীদের পোষাক নিয়ে বার বার কথা বলে। এক্ষেত্রে ছাত্রদল প্রশ্ন রাখতে চায়, নারীদের পোষাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার বোন ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়?
এদিন দেশব্যাপী চলমান নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতন, বিচারহীনতার প্রতিবাদে রাজধানীর হাইকোর্ট এলাকায় মানববন্ধনের এই কেন্দ্রীয় কর্মসূচি পালন করে ছাত্রদল। বেলা ১২টায় হাইকোর্টের মেইন গেইটের সামনে এই কর্মসূচি পালিত হয়। চলে আড়াই ঘণ্টা। মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।