নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা জামায়াতের সৌজন্যে সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মো. মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বাকির আহমেদ, নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিন, আড়াইহাজারের সাবেক আমির মোতাহার হোসেন, আড়াইহাজার উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা হাদিউল ইসলাম, উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, রশিদ আহমেদ হাজারী, রফিকুল ইসলাম রানা, সফুর উদ্দিন প্রভাত, শাহজাহান কবির, মো. বাদল আহমেদ, আল আমিন ভুইয়া, মো. জিয়াউর রহমান, মোস্তফা কামাল, মো. শাহজাহান সিরাজ, মনিরুজ্জামান সরকার, জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম, ছাইদুল হাসান, মো. শরিফ ভুইয়া, জিহাদ মিয়া ও সোহান মিয়া।
প্রধান অতিথি মমিনুল হক বলেন, আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। যদি সকলের দোয়ায় জামায়াতে ইসলামী ক্ষমতায় যায় তবে সাংবাদিকরা শান্তিতে কাজ করতে পারবে।
তিনি বলেন, কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করার পথ সুগম হবে, মিডিয়ার ওপর কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না।