বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দ্রুত নির্বাচন হলে জুলাই বিপ্লবে শহীদদের আত্মা শান্তি পাবে: আলাল

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম

বিএনপি সমর্থিত মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব)-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সংগঠনটি।

আজ সোমবার এম-ট্যাব সভাপতি এ কে এম মুসা লিটন এবং মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লবের নেতৃত্বে সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলির অন্যতম সদস্য ও সাবেক এমপি অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ অতিথি ড্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট ডা. মোসাদ্দেক হোসেন ডাম্বেল ও ড্যাবের সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. মেহেদী হাসান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এলেও কেউ কেউ অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। দেশের মানুষকে বিভ্রান্ত করে তারা ছাত্র-জনতা, রাজনৈতিক দল ও গণমানুষের অর্জনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার অপতৎপরতায় লিপ্ত রয়েছেন।

বিএনপির এই নেতা জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, বিএনপি ও দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা প্রস্তাবনা পেশ করেছেন তা দেশের অধিকাংশ রাজনৈতিক দল সমর্থন করেছেন এবং দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে এখন সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি অতি দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে। একমাত্র গণতান্ত্রিক সরকারই পারে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম-ট্যাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট খাজা মাঈন উদ্দিন মঞ্জু, সিনিয়র যুগ্ম-মহাসচিব দবির উদ্দিন তুষার, সহসভাপতি মো. রওশন আলী রাজু, মো. রুহুল আমিন, সাইদুল ইসলাম খোকন, মো. নূর মোহাম্মদ সৌরভ, যুগ্ম-মহাসচিব মো. আব্দুর রব আকন্দ, আইনুল হক, মামুনুর রশীদ মামুন, সাইদুর রহমান সিদ্দিকী, আব্দুল খালেক, মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, মো. কাজী মাসুম, আবুল কাশেম আশিক, এমাদুল হক ইমদাদ, মেহেদী হাসান, নিয়াজ আকুঞ্জি, শেখ ফয়সাল, আসাদুল্লাহ মিয়া, মিজানুর রহমান, হাসেম বাবু, গোলাম মাওলা মুন্না, মিজানুর রহমান, রতন ইসলাম রানা প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত