সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কিরণ 

আপডেট : ১১ মার্চ ২০২৫, ১২:০১ এএম

শরীয়তপুরের প্রশ্নে কোনো বিভক্তি চাই না আমরা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।

সোমবার (১০ মার্চ) রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফ কার্যালয়ে ঢাকায় কর্মরত শরীয়তপুরের গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, মিথ্যা বন্ধ হয়ে গেলে জীবন সুন্দর হয়ে যায়। জাহান্নামের আগুনকে ভয় পেতে হবে। আমরা সকলেই যদি সামর্থমত যাকাত দেই, তাহলে সমাজে বৈষম্য থাকবে না। 

শান্তির ধর্ম ইসলাম কোরআন-হাদীসের আলোকে জীবন গঠনের প্রতি গুরুত্ব আরোপ করেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ও ন্যাশনাল ডাক্টরস ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন। 
তিনি বলেন, রমজানের নিয়ম-কানুন মেনে জীবন চালালে সফলতা আসবেই।

সভায় দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।

সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশ দোয়া পরিচালনা করেন এবং সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুনের সঞ্চালনা করেন।

সাধারণ সম্পাদকে ওবায়দুল্লাহ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার,মোটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির রানা, ভাস্কুলার সার্জন অধ্যাপক অধ্যাপক ডা. এ কে জিয়াউল হক, স্কলার্স ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম মাহবুব, সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বেনজীর আহমেদসহ সকল সদস্যবৃন্দ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত