গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ৪ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়ক ছেড়ে যায় শ্রমিকরা। এর পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেওয়ার কথা ছিল। বেতন না দেওয়ায় সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরেই অবস্থান করে বিক্ষোভ করে। কিন্তু তারা সারাদিন শ্রমিকদের বেতন না দিয়ে নানা ধরনের টালবাহানা শুরু করে। পরে বিকালে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
খবর পেয়ে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকাল ৭টা থেকে বিক্ষোভ শুরু করে। এসময়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে ওই মহাসড়কে চলাচলকারীরা। অনেকেই পায়ে হেঁটে তাদের গন্তব্যে যায়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, সকাল ৭টা থেকে শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করে। শ্রমিকদের বুঝিয়ে বেলা ১১টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে সকাল ৮টা থেকে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন যাতায়াতকারীরা। শ্রমিক বিক্ষোভের কারণে মৌচাকের আশপাশের সব কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বেলা ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাকে অবস্থিত গ্লোবস কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। তাদের আন্দোলনের ফলে আশপাশের অন্তত ১৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।
এছাড়া নগরীর বাসন থানার নান্দুন, কড্ডা বাজার কেমিও ইউএসএ নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবি ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ভোগড়া-বাইপাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, কড্ডা বাজার কেমিও ইউএসএ নীটওয়্যার কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবি ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে সকাল থেকে ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ভোগড়া বাইপাস সড়ক দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যানচলাচল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।