সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

লিভারপুল-পিএসজির জয়ী দলই খেলবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে? 

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম

প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ লুইস এনরিকের বিশ্বাস, আজ রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিভারপুলকে হারিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলবে।  

প্রথম লেগে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে দারুণ খেলা সত্ত্বেও ১-০ ব্যবধানে হেরে যায় ফরাসি জায়ান্টরা। তবে এনরিক আত্মবিশ্বাসী যে, এনফিল্ডে তারা ঘুরে দাঁড়াতে পারবে, "আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো পরবর্তী ম্যাচ, এবং আমি আশা করি সেটাই হবে এই মৌসুমের শেষ ম্যাচ।''

"আমরা পিছিয়ে থাকলেও আমাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। প্রথম লেগের ফল যাই হোক না কেন, আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলবো। এখন আমরা পিছিয়ে পড়েছি, তাই সামনে এগোনোর একমাত্র উপায় হলো জেতা, আর সেটাই আমাদের মূল লক্ষ্য।"  

এনরিকের মতে, লিভারপুল কোচ আর্নে স্লট তার একাদশ নিয়ে খুব বেশি দ্বিধায় নেই, যেমন তিনিও প্রতিপক্ষের একাদশ নিয়ে কিছুটা ধারণা রেখেছেন।  
"আমি আমাদের পরিকল্পনা ফাঁস করতে চাই না, তবে দুই লেগ মিলিয়ে দুইটি ইউরোপিয়ান শ্রেষ্ঠ দলের লড়াই হবে। যে দল এখানে জিতবে, তারা ফাইনালেও যাবে।"  

এনরিকের মতে, তাদের দল চাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত, বিশেষ করে এনফিল্ডের ঐতিহাসিক পরিবেশে।  

"আমি নিশ্চিত, আমার দলের প্রতিটি খেলোয়াড় এই ম্যাচ খেলতে চাইবে," বলেছেন তিনি। "লিভারপুলের মতো একটি ক্লাব, তাদের ঐতিহ্য ও ইতিহাস দারুণ অনুপ্রেরণার উৎস। আমরা দেখাতে চাই যে আমরা বড় মঞ্চের জন্য প্রস্তুত।  

প্রথম লেগে চমক দেখানো খিচা কাভারাস্কায়া জানিয়েছেন, এনফিল্ডে নামার জন্য তাদের আলাদা করে অনুপ্রেরণার দরকার নেই।  "লিভারপুলের বিপক্ষে এনফিল্ডে খেলতে নামলে আপনাকে আলাদা করে উদ্বুদ্ধ করার দরকার হয় না, এটা নিজের ভেতর থেকেই আসে।'

"আমাদের দলের মানসিকতা খুবই শক্তিশালী। আমরা কেবল নিজেদের খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। আমরা এখানে শুধু জয়ের জন্যই এসেছি।"  
তিনি আরও যোগ করেন, "আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত খেলা এবং ফাইনালে পৌঁছানো। তাই এই ম্যাচটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে।"  

এখন অপেক্ষা এনফিল্ডের মহারণের, যেখানে দুই ইউরোপীয় পরাশক্তি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্বপ্ন নিয়ে লড়াই করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত