নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সহসভাপতি হাজী শহীদুল্লাহর বহিষ্কার দাবি করেছেন সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়াসহ একপক্ষের নেতারা। মঙ্গলবার দুপুরে ফতুল্লার আজমেরীবাগ এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, মো. বিল্লাল হোসেন, মঈনুল ইসলাম রতন, আক্তার হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, বিগত আওয়ামী শাসনামলে গডফাদার শামীম ওসমানের সৈনিক হিসেবে কুতুবপুর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুল আলম সেন্টু। অথচ এই সেন্টুকে বিএনপিতে পুনর্বাসিত করার চেষ্টা করছেন থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সহসভাপতি হাজী শহীদুল্লাহ। তারা পৃথক অনুষ্ঠানে সেন্টুর পক্ষে বক্তব্য রেখেছেন। যারা আওয়ামী দোসরদের বিএনপিতে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের যেন দল থেকে বহিষ্কার করা হয়।
তিনি আরও বলেন, গেল ১৭ বছরে মনিরুল আলম সেন্টু শামীম ওসমান ও শাহ নিজামদের সঙ্গে মিলে জমির ব্যবসা করেছে। সেন্টুর মতো আওয়ামী লীগের দোসরদের আমরা বিএনপিতে মেনে নিতে পারি না। যারা তাদের পুর্নবাসিত করার চেষ্টা করবে তাদেরও আমরা প্রতিহত করবো।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, আমি সাবেক চেয়ারম্যান সেন্টুকে পুনর্বাসনের কথা বলিনি। এ অভিযোগ সত্য না। এছাড়া কাউকে পুনর্বাসন দলের সিদ্ধান্তের বিষয়। আজকের সংবাদ সম্মেলন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করছি।