মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

১ লাখ ধারণ ক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ম্যানইউর

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:২৩ পিএম

মাঠের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড এখন বিবর্ণ। প্রায় একই অবস্থা যেন ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামেরও। শতবর্ষে ক্ষয়ে গেছে অনেক কিছুই, ভাইরাল হয়েছে ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ার দৃশ্য।

এবার ওল্ড ট্র্যাফোর্ডের কাছেই আইকনিক এক স্টেডিয়াম নিমার্ণের ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকদের একজন জিম র‍্যাটক্লিফ।

পাঁচ বছরের মধ্যে দুইশ কোটি পাউন্ড ব্যয়ে ১ লাখ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম বানানোর পরিকল্পনা ম্যানইউর। একশ কোটি পাউন্ড ঋণের বোঝা মাথায় নিয়ে ক্লাবটি এই অর্থায়ন কীভাবে করবে, তা অবশ্য স্পষ্ট নয়।

নতুন স্টেডিয়ামের প্রকল্প নিয়ে ম্যানইউ কর্তৃপক্ষ। তারা মনে করছে, এটা সফল হলে যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রতি বছর বাড়তি সাতশ ত্রিশ কোটি পাউন্ড যোগ করবে। নতুন ৯২ হাজার কাজের সুযোগ তৈরি হবে, নিমার্ণ করা হবে ১৭ হাজার নতুন বাড়ি। এই অঞ্চলে বাড়তি ১৮ লাখ দর্শনার্থী বাড়তে পারে প্রতি বছর।

১৯১০ সালে চালু হওয়া ওল্ড ট্র্যাফোর্ড ইংল্যান্ডের সবচেয়ে বড় স্টেডিয়ামের একটি। এর আগে ২০২৩ সালে ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের ছাদের একটি অংশ ভেঙে পড়ে ভক্তদের উপর।

২০২৮ সালের ইউরোর ভেন্যুর তালিকায় নেই ওল্ড ট্র্যাফোর্ড।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত