বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ফিলিপাইন

বিমানবন্দরে নামতেই সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির পরোয়ানায় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। হংকং থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এসে অবতরণের পরপরই তাকে গ্রেফতার করা হয়।

মে মাসের ১২ তারিখে অনুষ্ঠেয় ফিলিপাইনের সিনেটের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার কাজে হংকং গিয়েছিলেন দুতের্তে।

২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকাকালে দেশটিতে মাদকবিরোধী অভিযানের নামে হাজারও মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। গ্রেফতার হতে পারেন এরকম খবরের জবাবে এর আগে ৭৯ বছর বয়সী দুতের্তে বলেছিলেন, তিনি কারাগারে যেতে রাজি আছেন।

তার গ্রেফতারকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছে ফিলিপাইনের ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর হিউম্যান রাইটস। তবে ফিলিপাইন আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় এই গ্রেফতার ‘বেআইনি’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় দুতের্তের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী সালভাদর পানেলো।

তবে আইসিসি বলেছে, ফিলিপাইন তার সদস্যপদ প্রত্যাহারের আগেই মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটায় এই গ্রেফতারের এখতিয়ার তাদের আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত