মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শ্রীনগরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১২:৪১ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ একাধিক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার জাহানাবাদ গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সজিব বেপারীকে (২২) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করে। ধৃত সজিব উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে।

আজ বুধবার র‌্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হায়দার সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহানাবাদ গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি অভিযানিক টিম। এ সময় পিস্তল ও ম্যাগজিনসহ অস্ত্রধারী সজিবকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সজিবকে র‌্যাব হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় অস্ত্র বিক্রির কথা স্বীকার করেন তিনি। ধৃত সজিবের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ শ্রীনগর থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতকে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত