বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মাগুরায় গণকমিটির মানববন্ধন

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০২:০১ পিএম

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের দ্রুত বিচারসহ নানা দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটি মাগুরার আহ্বায়ক এ টি এম মহব্বত আলী, সদস্য সচিব প্রকৌশলী সম্পা বসু, এ টি এম আনিসুর রহমান, বাসারুল হায়দার বাচ্চু।

এ সময় বক্তারা অবিলম্বে ৮ বছরের শিশু ধর্ষণের দ্রুত বিচার, মাগুরা মেডিকেল কলেজ বাতিলের পাঁয়তারা বন্ধ করা, মব ভায়োলেন্স বন্ধ করাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য সরকারকে কঠোরভাবে আইন প্রয়োগ করার দাবি জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত