মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের দ্রুত বিচারসহ নানা দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটি মাগুরার আহ্বায়ক এ টি এম মহব্বত আলী, সদস্য সচিব প্রকৌশলী সম্পা বসু, এ টি এম আনিসুর রহমান, বাসারুল হায়দার বাচ্চু।
এ সময় বক্তারা অবিলম্বে ৮ বছরের শিশু ধর্ষণের দ্রুত বিচার, মাগুরা মেডিকেল কলেজ বাতিলের পাঁয়তারা বন্ধ করা, মব ভায়োলেন্স বন্ধ করাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য সরকারকে কঠোরভাবে আইন প্রয়োগ করার দাবি জানান।