হত্যাচেষ্টার অভিযোগের মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার। তার জামিন প্রশ্নে দেওয়া রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিনের এ রায় দেয়। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। তিনি জামিন আদেশের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।
একই মামলায় গত বছরের ডিসেম্বরে শমী কায়সারকে জামিনসহ জামিন প্রশ্নে রুল দিয়েছিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করলে গত বছরের ১২ ডিসেম্বর চেম্বার আদালত শমী কায়সারের জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠায়। পরে আপিল বিভাগ হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় রুল নিষ্পত্তি শেষে জামিনের এ আদেশ হলো।
অ্যাডভোকেট হামিদুল মিসবাহ বলেন, ‘হাইকোর্ট রুল মঞ্জুর করেছেন। ফলে শমী কায়সার জামিন পেলেন। অন্য কোনো মামলা না থাকলে তার কারামুক্তিতে বাধা নেই।’
ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় গত ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাটি করা হয়। পরে গত ৬ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।