মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বাউফলে টিসিবি’র পণ্য জব্দ

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৯:০০ পিএম

পটুয়াখালীর বাউফলে এক ডিলারের ঘর থেকে টিসিবির পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রাম থেকে ওই পণ্য জব্দ করে স্থানীয় জনতা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি আটক হওয়া মালামাল জব্দ করেন।

জানা গেছে,  গোপন সংবাদের মজিবার আকনের (৫০) ঘরে টিসিবির পণ্য আছে বলে খবর পান স্থানীয়রা। পরে একই ওয়ার্ডের মেম্বার ও চৌকিদারের সহায়তায় টিসিবি ওই পণ্য জব্দ করা হয়। এসময় মজিবারের ঘর থেকে ৭৯টি ২লিটার সয়াবিনের খালি বোতল, ২২টি তৈল পূর্ণ ২লিটারের বোতল, ছোলা বুট ১৭কেজি, মসুর ডাল ৪০ কেজি এবং ৩১ কেজি চাল জব্দ করা হয়। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত