‘বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজ’ নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বলে রায় এসেছে উচ্চ আদালত থেকে। এ বিষয়ে দেওয়া রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। আদালত ৯টি পর্যবেক্ষণসহ রুল নিষ্পত্তি করেছেন। সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, এ রায়ের ফলে বেক্সিমকোতে আর রিসিভার থাকল না।
জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আদেশসহ রুল দেয়। আদেশে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে ছয় মাসের জন্য গ্রুপটির সকল সম্পত্তি অ্যাটাচ (সংযুক্ত) করতে নির্দেশ দেয় আদালত।
পাশাপাশি বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির তথ্য সরবরাহে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কী পরিমাণ অপরিশোধিত ঋণ আছে, ঋণের বর্তমান অবস্থা এবং বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগে ও সম্পত্তি সংযুক্ত করার প্রশ্নে রুল দেয় হাইকোর্ট।
পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে আপিল বিভাগ গত ১২ নভেম্বর তার আদেশে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে ‘রিসিভার’ নিয়োগের আদেশ স্থগিত করে। পাশাপাশি হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় রুলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় হলো।
আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মুনীরুজ্জামান। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী আনিসুল হাসান। রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের রুল নিষ্পত্তির মাধ্যমে বেক্সিমকোতে আর রিসিভার থাকল না। এই কোম্পানিগুলো নিজস্ব ব্যবস্থাপনা চলতে পারবে। তবে আদালত বলেছেন এই ব্যবস্থাপনা করার ক্ষেত্রে সরকার, বাংলাদেশ ব্যাংকের মনিটরিং থাকবে।’