পুলিশের ওপর আক্রমণ না করে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা তো সমাজ এবং দেশেরই লোক।
বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশ-২ এর ইউনিটের বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশকে সহায়তার আহ্বান জানিয়ে বাহারুল আলম বলেন, পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না। পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করা সুযোগ দিন।
তিনি বলেন, সমাজে স্থিতিশীলতা না আসলে কীভাবে আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচনের দিকে এগুবো। আমরা যদি আস্থা না আনতে পারি। পুলিশ তো মানুষের শত্রু নয়। এই জায়গাটায় দেশবাসীর কাছে অনুরোধ করি আমাদের কাজ করতে দেন।
শ্রমিকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না। এতে মানুষের দুর্ভোগের কারণ হয়। আপনারা তাদের বছরের এমন একটা উৎসব আয়োজনের বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। এ ধরনের কার্যকলাপ যে করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।
তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল— ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন শ্রমিকদের ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আমরা শ্রমিক ভাইবোনদের আশ্বস্ত করতে চাই তাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনায় আছি এবং আপনাদের পাশে আমরা সবসময় থাকবো।