বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

শাহজাদপুরে ৭ ডাকাতসহ গ্রেপ্তার ৮  

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:৪১ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রতনকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি হাঁসুয়া ও দড়ি উদ্ধার করেছে। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলীর নেতৃত্বে উপজেলার হাবিুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া থেকে ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করে । 

গ্রেপ্তারকৃতরা হলেন মোয়াজ্জেম হোসেন(৫০),মিশাত (২৬) মুক্তা সরকার ((৩০),আব্দুল লতিফ (৪২),চান মিয়া (৫৫),সোবাহান (৬০) ,আলম (৪২) এদের বাড়ি টাঙ্গাইল ও শাহজাদপুরের বিভিন্ন এলাকায়। এ ছাড়া ওয়ারেন্টের এক ব্যাক্তিকে আটক করা হয়। এদিন রাতে এরা ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে পাবনা , নাটোর, সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ডাকাতির মামলা রয়েছে ।  

শাহজাদপুর থানার এস আই কাঞ্চন কুমার জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত