মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেডের এক সুকানি নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সুকানির নাম ওমর আলী (৫৫)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মধ্যম পাটুলী গ্রামের জোবেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)ভোর ৫টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুরস্থ সিটি ইকোনমিক জোন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নাফিজ তাসিম নামক বাল্কহেডটি ভোলা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে সিটি ইকোনমিক জোন সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে অন্ধকারাচ্ছন্নতার কারণে অজ্ঞাতনামা একটি লাইটার বাল্কহেডকে ধাক্কা দেয়। এ সময় ওই সুকানি নদীতে পড়ে যান ও বাল্কহেডে থাকা মিস্ত্রী জাহিদুল (২৩) মাথায় আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
গজারিয়া নৌ পুলিশ, গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের সাথে সমন্বিতভাবে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরীদল সহ সারাদিনই নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান চলে। আগামীকাল আবার অভিযান চলবে।