বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২:৫১ এএম

আগের দিনের ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সব কটি মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অবশ্য লেনদেন ৪০০ কোটি টাকার ওপরে রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান। এতে এ বাজারটিতেও মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল উভয় পুঁজিবাজার। বাজার টানা ঊর্ধ্বমুখী রাখতে বড় ভূমিকা পালন করেছে ভালো কোম্পানির শেয়ার।

গতকাল বৃহস্পতিবার বাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ‘এ’ গ্রুপের ২১৭ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৩টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৮১টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ গ্রুপের ৩০ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৪০টির এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।

৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩টির দাম বেড়েছে। এ ছাড়া ছয়টির কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ গ্রুপের ৯৬ কোম্পানির মধ্যে ৩০টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৩টির এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ ভালো কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার দিনে ডিএসইতে লেনদেন শেষে সব খাত মিলিয়ে ১৬৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত