অনেকেই ধারণা করেছিলেন, চ্যাম্পিয়নস ট্রফি শেষে হয়তো ওয়ানডে থেকে অবসর ঘোষণা করবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ফাইনালে ৮৩ বলে ৭৬ রান করে শিরোপা জয়ের পর রোহিত স্পষ্ট বলেছেন, এখনই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন না। দক্ষিণ আফ্রিকার সাবেক হার্ডহিটার এবিডি ভিলিয়ার্সও রোহিতের সঙ্গে একমত। তিনি বুঝতেই পারছেন না, রোহিতকে কেন অবসর নিতে বলা হচ্ছে।
বয়স ও ফিটনেস বিবেচনায় তার পারফর্মেন্স নিয়ে খুব একটা প্রশ্ন নেই। তাছাড়া ৩৭ বছর বয়সী রোহিতের নেতৃত্বেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার জিতল চ্যাম্পিয়নস ট্রফি্ ওয়ানডেতে অন্তত ৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে জয়ের শতকরা হারে তিনি দ্বিতীয় সেরা। তার নেতৃত্বে ৫৬ ম্যাচে ভারতের জয় ৪২টিতে। জয়ের হার ৭৫ শতাংশ।
তাই নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘অন্যান্য অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের হার প্রায় ৭৪ শতাংশ, আগের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সে। রোহিত নিজেও জানিয়ে দিয়েছে যে, সে অবসর নিচ্ছে না এবং তার অবসর নিয়ে গুজব ছড়ানো বন্ধ করার অনুরোধ করেছে।’
রোহিত অধিনায়ক হিসেবে সবসময় সামনে থেকে নেতৃত্ব দেন। নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন তিনি। তাই তার অবসরের কোনো কারণ দেখছেন না ডি ভিলিয়ার্স, ‘সে কেন অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ। ফাইনালে তার ৮৩ বলে ৭৬ রানের সেই ইনিংস ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সর্বোচ্চ চাপে থাকার পরও সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে।’