ভারতের বিপক্ষে আগামী জুন থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এর তিন মাস আগেই সিরিজ থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার মার্ক উড। হাঁটুতে অস্ত্রোপচারের পর তাকে ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এ কারণে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পুরোটাতেই হয়তো খেলা হবে না এই পেস তারকার।
কিছুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নিজের চতুর্থ ওভারে হাঁটুতে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন উড। আধঘণ্টা পর মাঠে ফিরলেও ৪ ওভারের বেশি বল করতে পারেননি। পরে স্ক্যানে তার লিগামেন্টের মিডিয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। গত বুধবার লন্ডনে অস্ত্রপোচার করানো হয়েছে মার্ক উডের।
এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, অন্তত ৪ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ৩৫ বছর বয়সী গতিময় পেসার। আগামী ২০ জুন শুরু হবে টেস্ট সিরিজ। পুনর্বাসন খুব ভালোভাবে এগোলে হয়তো ৩১ জুলাই থেকে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টে তাকে পাওয়া যেতে পারে। এর আগে ২২ জুলাই কাউন্টি চ্যাম্পিয়নশিপ দিয়ে মার্ক উডের মাঠে ফেরার আশা করা হচ্ছে।
২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর থেকে চোটাঘাতের সঙ্গে লড়াই করে আসছেন মার্ক উড। এই নিয়ে ৮ বার তাকে অস্ত্রোপচার টেবিলে যেতে হয়েছে। গত ৮ মাসের মধ্যে এটা দ্বিতীয়বার। চোটের কারণেই প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি টেস্ট খেলতে পেরেছেন কেবল ৩৭টি। ওয়ানডে খেলেছেন ৭০টি, টি-টোয়েন্টি ৩৮টি।