শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বগুড়ায় আলুবোঝাই ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০১:০৩ পিএম

বগুড়ার শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে আলুবোঝাই ট্রাকের ধাক্কায় শাহজাদা খান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় শেরপুর উপজেলার ছোনকা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাদা খান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি হাইওয়ে নাবিল হোটেলের প্রোডাকশন ম্যানেজার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুয়াশা থাকায় শাহজাদা খান রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় আলুবোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

শেরপুর হাইওয়ে পুলিশের এসআই মোরতোজা নূর বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ধাক্কা দেওয়া আলুবোঝাই ট্রাকটির সন্ধান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত