ডিএমএফ, ম্যাটস ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের নাম, পদবি, কোর্সের মেয়াদ ও নিবন্ধন নিয়ম বদলে যাচ্ছে। এখন থেকে এসব পেশাজীবীরা তাদের নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না এবং এসব শিক্ষার্থীদের কোর্সের মেয়াদ ও নাম এবং এসব কোর্সের পেশাজীবীদের পদবিও বদলে যাচ্ছে।
গত বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব পরিবর্তনের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ২৭৩০/২০১৩ নং মামলার রায়ের প্রেক্ষিতে, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১) অনুযায়ী চিকিৎসা সেবার স্বতন্ত্রতা ও স্বকীয়তা বজায় রাখার জন্য নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- ১. শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীগণ নামের পূর্বে ‘ডা.’ পদবী ব্যবহার করতে পারবেন এবং বাংলাদেশে চিকিৎসক রুপে বিবেচিত হবেন।
২. ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ)-এর নাম পরিবর্তন করে ডিপ্লোমা ইন প্যারামেডিকেল ফ্যাকাল্টি (ডিপিএফ) করা হবে।
৩. বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের নিবন্ধন প্রদান করা হবে এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ডিএমএফ (ডিপিএফ) প্রশিক্ষণকারীদের নিবন্ধন প্রদান করা হবে।
৪. ডিএমএফ (ডিপিএফ) কোর্সের মেয়াদের দীর্ঘসূত্রিতা পরিহার করে ২ বছর ৮ মাসের মূল কারিকুলাম ও ৪ মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হবে।
৫. উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদের নাম পরিবর্তন করে প্যারামেডিকেল সহকারী বা প্যারামেডিকেল এসিস্ট্যান্ট (পিএ) করা হবে।
৬. মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা (MATS) প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে প্যারামেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা (PATS) করা হবে।