সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ওয়ারীতে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম

রাজধানীর ওয়ারীতে একটি বাসার ছাদ থেকে পড়ে মনোয়ারা বেগম (৫৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে ওয়ারী চন্দ্রমোহন বসাক স্ট্রিটে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ছেলে মো. সেলিম জানান, তাদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। ওয়ারীর ওই বাড়ির ৫ম তলার ভাড়াটিয়া তারা। তার মা মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে তার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল।

তিনি জানান, দুপুরে তিনি মসজিদে ছিলেন যোহরের নামাজে। তখন ফোনে খবর পান, বাসার ছাদ থেকে নিচে পড়ে গেছেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি বাসায় যান। তবে জানতে পারেন, মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে হাসপাতালে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত