ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউপির কাশিনগর পূর্বপাড়া এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে ঐ মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার নলগড়িয়া গ্রামের মৃত মুক্তার মিয়ার ছেলে মো. ওয়াসিম মিয়া (৪২)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ রবিবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।