শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

অপারেশন ডেভিল হান্টে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:২৮ এএম

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোরের বাগাতিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম গকুলকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার ফাগুয়াড়াদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অহিদুল ইসলাম গকুল নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই এবং নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত