বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

৭০০ কোটি রুপি প্রয়োজন রাকেশ ও হৃতিকের!

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:৪৮ এএম

অর্থাভাবে রয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা রাকেশ রোশন ও তার ছেলে বলিউড অভিনেতা হৃতিক রোশন। টাকার অনিশ্চয়তায় আলোচিত নতুন সিনেমা ‘কৃশ ৪’ নিয়ে সংশয়ে রয়েছেন এ দুই সেলিব্রেটি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কৃশ সিনেমার চতুর্থ সিক্যুয়াল নির্মাণে বাজেট ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি রুপি। এত বিশাল অঙ্কের অর্থ দেখে পিছু হটেছেন প্রযোজকরা।

জানা যায়, বাণিজ্যিক সাফল্য অনিশ্চিত হওয়ায় বিশাল অঙ্কের অর্থ দিয়ে ‘কৃশ ৪’ নির্মাণে ব্যয় করতে গড়িমসি করছেন প্রযোজকরা। তাছাড়া সিনেমার কাহিনি অনুযায়ী, যে রকম প্রযুক্তির সহযোগিতা প্রয়োজন তা বলিউডে নেই। এ কারণেও পিছু হটেছেন অনেকে।

প্রযোজকদের আশ্বস্ত করতে রাকেশ রোশন প্রথমেই জানিয়েছেন, এ সিনেমা নির্মাণের দায়িত্ব তিনি তরুণ প্রজন্মের কোনো নির্মাতার হাতে তুলে দেবেন। এ কারণে নির্মাতা হিসেবে ১০০ কোটি ক্লাবের পরিচালক সিদ্ধার্থ আনন্দের ওপর ভরসা রাখছিলেন অনেকে। তবে তিনিও ‘কৃশ ৪’ সিনেমা নির্মাণ করতে অসম্মতি জানিয়েছেন।

বলিউড ইন্ডাস্ট্রিতে ‘কৃশ ৩’-এর দীর্ঘ ১২ বছর পর ‘কৃশ ৪’ নির্মাণ দর্শকদের মনে প্রভাব বিস্তার করতে পারবে কিনা এ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে এতকিছুর পরও দমে যাননি নির্মাতা রাকেশ। তিনি জানান, পরিস্থিতি যতই জটিল হোক, ‘কৃশ ৪’ সিনেমা নির্মাণ হবেই। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত