জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ ও পুলিশি হামলায় জড়িত থাকার অভিযোগে ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট। একইসঙ্গে আরও কয়েকজন শিক্ষকের সম্পর্কিত থাকার অভিযোগে অনুষদভিত্তিক ছয়টি স্ট্রাকচারাল কমিটি করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে এ তথ্য জানান উপ-উপাচার্য (প্রশাসন) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক সোহেল আহমেদ।
সাময়িক বরখাস্তকৃত শিক্ষকদের মধ্যে সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির ও সহযোগী অধ্যাপক ফিরোজ-উল-হাসান, সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক বশির আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ইস্রাফিল আহমেদের নাম নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম অবসরে চলে যাওয়ায় তার পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের কয়েকজন সদস্যর নামের স্থাপনার নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তনেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।