শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ত্রিভুজ প্রেমের বলি গৃহবধূ, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৬:৫১ পিএম

ফেনীর সোনাগাজীতে ত্রিভুজ প্রেমের বলি হয়ে হত্যাকাণ্ডের শিকার গৃহবধু তানিয়ার পরকীয়া প্রেমিক নুর আফসার রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে মডেল  খাগড়াছড়ি জেলার রামগড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নুর আফসার রনি সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের ছেলামত সওদাগর বাড়ির নুর উদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আফসারকে ফেনীর আদালতে হাজির করা হয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, আফসার হত্যার দায় স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজ উদ্দিনের নিকট ফৌজধারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আখন্দ বলেন, হত্যাকাণ্ডের পর আফসার পালিয়ে খাগড়াছড়ি চলে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার নিকট হইতে ভিকটিমের লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, আসামি আফসারের সাথে ভিকটিমের এক বছরের অধিক সময় পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তিনি তাকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। অপর দিকে একই সময়ে রনি নামের অপর এক প্রবাসী যুবকের সাথেও ভিকটিমের পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে আফসার ও তানিয়ার মধ্যে টানাপোড়েন চলছিল। ভিকটিমের সাথে সম্পর্কের কারণে আসামির স্ত্রীও শিশু সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যায়। 

ওসি জানায়, ঘটনার দিন ভিকটিমের কথামতো জিলাপি নিয়ে আসামি আফসার তার বাসায় যায়। এ সময় ভিকটিমকে প্রবাসী রনির সাথে ভিডিও কলে কথা বলতে দেখে তিনি ক্ষিপ্ত হয়ে মোবাইল নিয়ে যায়। এ নিয়ে তারা হাতাহাতি ও তর্কাতর্কিতে লিপ্ত হয়। এসময় ভিকটিম প্রবাসী রনির সাথে মোবাইলে কথা বলা, আপত্তিকর কাজ সহ তার যাহা ইচ্ছা তাই করবে বলে আফসারের শার্টের কলার ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তারকৃত আফসার ভিকটিমের গলা চেপে ধরে ফ্লোরে শুইয়ে ওড়ানা পেছিয়ে রাখে। এতে ভিকটিম শ্বাসরোধে মারা যান।
 
প্রসঙ্গত গত শনিবার সোনাগাজী পৌরসভার পাঁছ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামের সাহাব উদ্দিনের ভাড়া বাসা থেকে তানিয়া আক্তার লাইলির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তানিয়া সৌদি আরব প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী। এ দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত