১৫ নভেম্বর ও ২৮ জানুয়ারির পর তৃতীয় ধাপে আরও ৫ ফেডারেশনের অ্যাডহক কমিটি করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। রাগবি, হ্যান্ডবল, সাইক্লিং, জুডো ও অ্যামেচার রেসলিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে আজ। এর আগে দুই দফায় ১৬টি ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠন করে দেওয়া হয়েছিল।
১৯ সদস্যের অ্যাডহক কমিটিতে হ্যান্ডবলের ফেডারেশনের দীর্ঘ ৩৩ বছর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর জায়গা হারিয়েছেন। এই পদে নতুন মুখ বসলেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় সালাহউদ্দিন আহমেদ। এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল সারোয়ার ফরিদ হয়েছেন সভাপতি। মৌসুম আলীর হাত ধরে ২০০৪ সাল থেকে শুরু হওয়া রাগবি ফেডারেশনের ২০০৬ সালে সাধারণ সম্পাদক হন তিনি। ১৮ বছর পর বদল এলো এ ফেডারেশনে। খন্দকার জামিল উদ্দিনের জায়গায় নতুন সভাপতি হয়েছেন আবদুল্লাহ আল জহির, সাধারণ সম্পাদক আখতার জামান।
সাইক্লিংয়ের সভাপতি হয়েছেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। ১৯ জনের নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে এসেছেন আবু হেনা। জুডোতে সভাপতি করা হয়েছে এলিট পেইন্টের চেয়ারম্যান ফিরোজ আহমেদকে। সাবেক খেলোয়াড় ও সংগঠক জান্নাত আরা হয়েছেন সাধারণ সম্পাদক। রেসলিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফকরুদ্দিন সভাপতি এবং মাহবুবুল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ফেডারেশনগুলোর বিদ্যমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে জানানো হয়েছে।