ফ্রিল্যান্সার টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফতাব) ইফতার মাহফিল ও মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সঠিক, উন্নত ও জ্ঞান নির্ভর শিক্ষা প্রদানের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার পাশে সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফ্রিল্যান্সার টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফতাব)। চলমান শিক্ষা পদ্ধতির সার্বিক উন্নয়নে সরকারের যে কোন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন এফতাব নেতৃবৃন্দ।
সংগঠনের আহ্বায়ক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি দিগবিজয় বালা , সদস্য সচিব সুমন আহমেদ, ইঞ্জিনিয়ার নীল, সফিউল্লাহ সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা. নেহাল হোসেন ও হাফিজুর রহমান।
ফ্রিল্যান্সার টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্যরা বলেন, অধিক জনসংখ্যার দেশ হিসেবে আমরা চাইলেও উন্নত দেশের ন্যায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা ২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়। যে কারণে ৪৫ মিনিটের ক্লাসে সব শিক্ষার্থীদের মনোযোগ পাওয়াও সম্ভব হয় না। আর এ কারণেই ফ্রিল্যান্সার টিচারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন।
বক্তারা আরও বলেন, যেকোনো সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ছাত্র-ছাত্রীদের স্বাভাবিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, তাদের মধ্যে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, শিশু ও নারী নির্যাতন সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করাই এফতাব এর উদ্দেশ্য। অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।