বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আইসিসির প্রাইজমানির তিন গুণ পুরস্কার পেলেন রোহিতরা

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৪:০৮ পিএম

পরপর দুই বছর দুটি আইসিসি শিরোপা জিতে নিয়েছে ভারত। এবারের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর প্রাইজমানি তো ছিলই, পাশাপাশি রোহিত শর্মাদের মোটা অংকের পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শিরোপাজয়ী ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যরা এবং নির্বাচক কমিটির জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে, যা আইসিসির প্রাইজমানির তিন গুণ। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপাজয়ীদের জন্য আইসিসির প্রাইজমানি ছিল ২২ লাখ ৪০ হাজার ডলার, যা প্রায় ১৯ কোটি রুপি। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ছিল ৩৪ হাজার ডলার করে। নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপাজয়ী ভারতীয় দলকে বিসিসিআই আরও অনেক অর্থ পুরস্কার দিচ্ছে। বিসিসিআই সভাপতি ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের পেসার রজার বিনি বলেছেন, এই আর্থিক পুরস্কার দলের প্রাপ্য।

বিসিসিআই সভাপতির ভাষায়, ‘এই পুরস্কারের মাধ্যমে পরপর দুটি আইসিসি শিরোপা জয় এবং বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। প্রচারের আড়ালে সবাই যে কঠোর পরিশ্রম করেছে, সেটিরও স্বীকৃতি এই আর্থিক পুরস্কার। এই বছর এটা আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতেছি আমরা। এসব সাফল্য আমাদের দেশের শক্তিশালী ক্রিকেটীয় কাঠামোকেই ফুটিয়ে তুলছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত