ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের বাঁশপাড়া এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে আহত হয়েছেন দুই শ্রমিক। আহতরা হলেন- নোয়াখালীর নুরুল হক (৪০) ও পূর্ব ছাগলনাইয়ার আলমগীর মিয়া (৪৮)। বুধবার দুপুরে বাঁশপাড়া এলাকার নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে জানা যায়, নির্মাণাধীন পাঁচতলা ভবনের একতলা কাজ শেষ হলেও বাকি ৪ তলার কাজ চলমান। ২০১৬ সালে পৌরসভা থেকে বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে কাজ শুরু করেন স্থানীয় নুর মোহাম্মদ চেয়ারম্যান বাড়ির শাহাব উদ্দিন মজুমদার। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর গত বছরের শুরুতে পুনরায় কাজ চালু করেন। স্থানীয় কন্ট্রাক্টর জসিম উদ্দিনের মাধ্যমে ধীরে ধীরে ভবনের কাজ করছেন। ভবনের ৪ তলার কাজ চলমান থাকলেও কোনো সেফটি ব্যবস্থা নেই।
স্থানীয় জাহিদ নামে একজন জানান, বুধবার দুপুরে ভবনের চতুর্থ তলায় লোহার রড উঠানোর সময় ভবনের সামনে থাকা ফিলারের ৪২০ ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতাবশত একটি রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক আহত হন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কন্ট্রাক্টর জসিম উদ্দিন বলেন, আহত দুই শ্রমিক এখন শঙ্কামুক্ত। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মালিক ও আমি চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করছি।
ভবনের মালিক শাহাব উদ্দিন মজুমদার বলেন, অসাবধানতাবশত লোহার রডের সঙ্গে বিদ্যুতের তার লেগে বিদ্যুৎতায়িত হয়ে দুজন আহত হয়েছেন। আমি তাদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা কনট্রাক্টরকে দিয়েছি। প্রয়োজনে আরও দেব। ভবনের সেফটি ব্যবস্থা না থাকার বিষয়ে তিনি বলেন, আগে ছিল, পরে চোর ও মাদকাসক্তরা খুলে নিয়ে গেছে।
ছাগলনাইয়া মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, খরব পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল দিলে রিসিভ করেননি। এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা বলেন, ঘটনাটি আমি জানি না, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।