বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তাকে অবরুদ্ধের পর গ্রেপ্তার

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করার পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু শিক্ষার্থী চট্টগ্রামের আগ্রাবাদ শেখ মুজিব সড়কে বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট শরীফ মাহমুদের সই করা চিঠিতে কারফিউ জারি হয়েছিল। তাই তাকে আটক করতে হবে। শরীফ মাহমুদ প্রায় ১০ বছর তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন।

চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। তাকে আনার পর ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এখন দুদকের মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে তাদের হেফাজতে দেওয়ার ব্যবস্থা করছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত