বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রাষ্ট্র সংস্কারের ভিত্তিতে নির্বাচনে যাব: নাহিদ ইসলাম

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তিতে নির্বাচনের দিকে যাব। নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল গঠন করেছি, তবে এটি হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।  

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।  

নাহিদ ইসলাম বলেন, অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছে; কিন্তু আমরা মনে করি, ন্যূনতম সংস্কার বলে কিছু নেই। সংস্কারের ভিত্তি এ সরকারের সময়েই তৈরি করতে হবে। দেশের ছাত্রজনতা রক্ত দিয়ে এ সরকারকে এনেছে, পরিবর্তন ও বিচার পাওয়ার জন্য। সেই ওয়াদা সরকারের রয়েছে জনগণের প্রতি।  

তিনি বলেন, যে সময়সীমা দেওয়া হয়েছে, তার মধ্যেই দৃশ্যমান সংস্কার ও বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, সেটি ধরে রাখতে হবে। অবশ্যই গণঅভ্যুত্থানের সঙ্গে আপস করে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করা হবে না। আমাদের ঐক্যের মূল ভিত্তি হলো জুলাই গণঅভ্যুত্থান, শহীদের আকাঙ্ক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা।  

নাহিদ ইসলাম বলেন, আমাদের লক্ষ্য হলো পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরোনো বন্দোবস্তের অনেক উপাদান এখনো রাজনৈতিক দলগুলোর চিন্তা-চেতনায় রয়ে গেছে। আমরা আহ্বান জানাই, নতুন পদ্ধতি গ্রহণ করতে হবে এবং সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যেতে হবে।  

তিনি আরও বলেন, যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আর যারা পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে পারবে না, তারা হারিয়ে যাবে। পরিবর্তন ও সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা পুরোনো রাজনীতি চাই না, বরং সত্যিকারের নতুন রাজনৈতিক সংস্কৃতি ও বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জড়িত অভিজ্ঞ রাজনীতিবিদদের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।  

এ সময় তিনি বরিশালকে জাতীয় নাগরিক পার্টির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিব, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদ আলম মিতুসহ মহানগর নেতাকর্মীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত