রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বিএনপি অফিসের গাফফার আর নেই

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১০:৪৩ এএম

বিএনপি কেন্দ্রীয় অফিসের স্টাফ আব্দুল গাফফার আর নেই। আজ শুক্রবার ভোরে রাজধানীর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

আব্দুল গাফফার বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। বিগত আন্দোলনের সময় পুলিশের হাত থেকে রক্ষা পেতে তিনি নিজের চিকিৎসাপত্র ও স্ত্রীকে সাথে নিয়ে দলের বিবৃতি কপি ডিআরইউ অফিসে গিয়ে সাংবাদিকদের কাছে পৌঁছে দিয়েছেন। তার এই আত্মত্যাগ ও নিষ্ঠা দলের জন্য অনুকরণীয়।

 

তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিএনপি কেন্দ্রীয় অফিসে তার মতো নিবেদিত একজন কর্মী অকালে চলে যাওয়া আমাদের জন্য অনেক বেদনার।’ তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

আব্দুল গাফফারের মরদেহ ময়মনসিংহের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আজ জুমার নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত