রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ট্যুরিজমকে তামাকমুক্ত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০২:০৬ পিএম

পর্যটন শিল্পকে তামাকমুক্ত করতে সর্বস্তরের প্রচেষ্টা চালাতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘প্লেনে ধূমপান নিষিদ্ধ করা হলেও হোটেলগুলো এখনো পুরোপুরি ধূমপানমুক্ত করা যায়নি। এ বিষয়ে শিগগিরই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন আনা হচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামশন এইচ চৌধুরী মিলনায়তনে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে ‘এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা তুলে দেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এই আয়োজনে নারীদের নতুন দিগন্ত উন্মোচিত হবে। আজ পুরস্কৃত ১০ জন নারী নিজেদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং তারা সমাজের অন্যান্য নারীদের অনুপ্রাণিত করবেন। তিনি এই ধরনের উদ্যোগ প্রতি বছর নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমানের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম (পাইলট ক্যাটাগরি), ইঞ্জিনিয়ারিং অফিসার তাহমিনা আক্তার (অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাটাগরি), বিমানের ম্যানেজার-গ্রাউন্ড সার্ভিস নিলুফা ইয়াসমিন (এভিয়েশন গ্রাউন্ড সার্ভিস ক্যাটাগরি), ফ্লাইট স্টুয়ার্ড জিনিয়া ইসলাম (ক্যাবিন ক্রু ক্যাটাগরি)।

এছাড়া, ট্যুরিজম সিকিউরিটি ক্যাটাগরিতে ট্যুরিস্ট পুলিশ-এর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, হোটেল উদ্যোক্তা ক্যাটাগরিতে হোটেল সারিনা-এর চেয়ারপারসন সাবেরা সারওয়ার নীনা, ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে ওয়ান্ডার উইম্যান-এর প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহরিন সাবা এবং প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্যালাক্সি বাংলাদেশ-এর বিজনেস ডেভেলপমেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান ওয়ামিয়া ওয়ালিদ সম্মানিত হন।

সাংবাদিকতা ক্যাটাগরিতে বৈশাখী টিভির যুগ্ম সম্পাদক রিতা নাহার এবং ভ্রমণ ক্যাটাগরিতে বিশ্বের ১৭৮টি দেশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার পুরস্কার অর্জন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত