বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আপিল বিভাগে নিয়োগ পেলেন দুই বিচারপতি

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। তারা দুইজনই হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ প্রদান করেছেন। এই নিয়োগ শপথগ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ দুই বিচারক নিয়োগ পাওয়ায় সর্বোচ্চ আদালতে এখন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ সাতজন বিচারপতি বিচারিক দায়িত্ব পালন করবেন। এদিকে সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি।

১৯৫৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর তিনি জেলা ও দায়রা আদালতে, ১৯৮৫ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্টে এবং ২০০১ সালের ২৫ অক্টোবর তিনি আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে এবং ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান।

অন্যদিকে ১৯৬৬ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন বিচারপতি ফারাহ মাহবুব। ১৯৯২ সালের ১৫ সেপ্টেম্বর তিনি জেলা ও দায়রা আদালতে, ১৯৯৪ সালের ৯ এপ্রিল তিনি হাইকোর্টে এবং ২০০২ সালের ১৫ মে তিনি আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে এবং ২০০৬ সালের ২৩ আগস্ট একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত