ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালকে আহ্বায়ক ও আজম খানকে সদস্য সচিব করে নতুন রাজনৈতিক দল ‘জনতার দলে’র আহ্বায়ক কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেজর (অব.) ডেল এইচ খান।
আজ সোমবার দলের পক্ষ থেকে পাঠানো আহ্বায়কের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে। এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করে। দলটির স্লোগান ঠিক করা হয় ‘ইনসাফ জিন্দাবাদ।’ সাবেক সেনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতা, সাবেক আমলা, এনজিও কর্মীদের নিয়ে এই দলটি গঠিত হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনতার দলের আহ্বায়ক শামীম কামাল বলেন, দলটি মধ্যমপন্থি অবস্থান থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করবে।
তিনি জানান, এই দলে সৎ ও নিষ্ঠাবান মানুষেরই স্থান হবে, দুর্নীতি ও অসততার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তারা। দলীয় কার্যক্রমের বাইরে কেউ দুর্নীতিতে জড়ালে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে।
শামীম কামাল বলেন, জনতার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায়। ৫৩ বছরের বিতর্কিত রাজনীতিকে পেছনে ফেলে তারা স্বচ্ছ রাজনীতি করতে চান।