সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঈদে ঢাকা রিজেন্সির এক্সক্লুসিভ অফার

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম

পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বৈচিত্র্যময় আয়োজন, বিলাসবহুল স্টে-প্যাকেজ, প্রশান্তিদায়ক স্পা ট্রিটমেন্ট এবং মুখরোচক খাবারের সমাহার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঢাকা রিজেন্সির জনপ্রিয় রেস্টুরেন্ট গ্রান্ডিওস-এ ঈদের সন্ধ্যায় প্রিয়জনদের নিয়ে উপভোগ করুন ঐতিহ্যবাহী ও আন্তর্জাতিক স্বাদের মিশেলে এক জমকালো ঈদের স্পেশাল বুফে ডিনার মাত্র ৫৫৫৫ টাকায় , সাথে একটির মূল্যে ২টি ব্যুফে উপভোগ করার সুযোগ যা সবার জন্য উন্মুক্ত । মুখরোচক মেন্যু, আকর্ষণীয় সাইড ডিশ ও মজাদার ডেজার্ট নিয়ে সাজানো হয়েছে এক অনন্য আয়োজন। 

ঈদের  আমেজকে আরও উপভোগ্য করে তুলতে ঢাকা রিজেন্সি অফার করছে বিশেষ ঈদ স্টে-প্যাকেজ, সাথে এক্সক্লুসিভ ব্যুফে ব্রেকফাস্ট। আধুনিক সুযোগ-সুবিধাসহ স্বাচ্ছন্দ্যময় থাকার ব্যবস্থায় থাকছে নানান এক্সক্লুসিভ সুবিধা।  

ঈদের ব্যস্ততা শেষে স্বস্তি খুঁজে পেতে শরীর ও মনকে প্রশান্তির ছোঁয়া দিন স্পা অফারে! ঢাকা রিজেন্সির বিশেষ স্পা ট্রিটমেন্টে উপভোগ করুন ২০% ডিস্কাউন্ট। অভিজ্ঞ থেরাপিস্টদের দ্বারা পরিচালিত  এই স্পা সেশনে থাকছে বিশেষ রিল্যাক্সেশন ট্রিটমেন্ট। ঈদের আনন্দে বাড়তি স্বাদ যোগ করতে ঢাকা রিজেন্সির বিশেষ ঈদ স্পেশাল বার্গার ও পিৎজা নিয়ে আসছে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা, সাথে ৩০% ডিস্কাউন্ট।  

রমজানের বিশেষ মুহূর্তগুলো আরও স্মরণীয় করতে, ঢাকা রিজেন্সি আয়োজন করছে রমজান স্পেশাল ক্যাম্পেইন ‘ স্টে  অর ডাইন & উইন ঈদ গিফট!’  যেখানে রমজান  মাসে  ঢাকা  রিজেন্সিতে  ডিনার করলে অথবা স্টে করলেই জিতে নিতে পারবেন আকর্ষণীয় ঈদ উপহার! এই ঈদ-উল-ফিতর উদযাপনে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আপনার উৎসবের প্রতিটি মুহূর্তকে করে তুলবে আরও আনন্দময় ও স্মরণীয়!   
রিজার্ভেশনের জন্য কল করুন: 01713332661 ভিজিট করুন: https://www.facebook.com/share/17ZrJU9Wmr/p

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত