ময়মনসিংহের নান্দাইলে রাজগাতী ইউনিয়নের বড়াইল গ্রামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৪ মার্চ) ভোরে শাওন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মাহে রমজান উপলক্ষে প্রতিবেশীর বাড়িতে নারীদের তারাবির নামাজ পড়ানো হয়। শুক্রবার (২১ মার্চ) রাতে সেখানে যাওয়ার পথে তার আট বছরের মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করে বাড়ির মালিকের ছেলে শাওন। এই ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার (২৩ মার্চ) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।