বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

খিলক্ষেতে গণধোলাইয়ের শিকার কিশোর হাসপাতাল ছাড়ল

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়ে হাসপাতালে ভর্তি থাকা সেই কিশোরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়। এরপর খিলক্ষেত থানা পুলিশ তাকে নিয়ে যায়।

রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির ক্যাজুয়েলটি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির কুমার ঘোষ।

তিনি জানান, ওই কিশোরের শারীরিক অবস্থা এখন ভালো আছে। আজ তাকে রিলিজ দেওয়া হয়েছে। এতদিন সে পুলিশ পাহারায় ছিল। পুলিশ সদস্যরাই আজ তাকে নিয়ে গেছে।

তিনি জানান, ওই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে থেতলানো জখম ছিল। মাথায়ও আঘাত ছিল। তবে মাথার ভিতরে কোন রক্তক্ষরণ হয়নি।

এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেত বাজার এলাকায় ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে পিটিয়ে আহত করে স্থানীয় ক্ষুব্ধ জনতা। থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করা হয়। এতে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশিকুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহত কিশোরকে পরবর্তীতে ঢাকা মেডিকেলের ক্যাজুয়েলটি বিভাগের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত