শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

প্রেস সচিব

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন ‘মোটিভেটেড’

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১০:৩০ পিএম

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সংগঠনটির প্রতিবেদন ‘মোটিভেটেড’। এই রিপোর্টের ওপরে বাংলাদেশকে অনেকেই পোর্ট্রেট করতে চাচ্ছে। সেখানে দেখাতে চাচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে। প্রতিবেদনে এই ধরনের প্রজেকশনটা করে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নিয়মিত অপরাধের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরছে এমন মন্তব্য করে শফিকুল আলম বলেন, তাদের সাম্প্রতিক প্রতিবেদনের ১১টি ঘটনার তদন্ত করেছে পুলিশ। তবে একটির সঙ্গেও সাম্প্রদায়িক সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাদের প্রত্যেকটা প্রতিবেদন স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা হয়েছে। আমরা দেখছি সংগঠনটির প্রতিবেদন তৈরিতে স্বচ্ছতা নেই। তাদের প্রতিবেদন ধরে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা হচ্ছে। আশা করব বাংলাদেশি নাগরিক হিসেবে তারা গঠনমূলক হবে।’

তিনি বলেন, এর আগে আরও দুটো প্রতিবেদন তারা দিয়েছিল। সেগুলো নিয়ে পুলিশ ‘কেস টু কেস’ তদন্ত করে দেখে দুয়েকটা বাদে বাকিগুলোর ক্ষেত্রে সাম্প্রদায়িক কারণ ছিল না।

তিনি বলেন, ‘বারবার তাদেরকে বলেছি প্রতিবেদন সংশোধন করার জন্য, কিন্তু তারা সেটা করেন নাই। তারা যে প্রতিবেদন তৈরি করে সেটা বিশ্বের অনেকেই টুইট করে। দেখা যাচ্ছে ইউএসএ সিনেটে বা ইউকে কমনসে এই প্রতিবেদনগুলো উদ্ধৃতি (সাইটেশন) করেন।’

দেশে সাম্প্রদায়িক সহিংসতা বা সংখ্যালঘু নিপীড়ন নিয়ে কাজ করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। সহিংসতার ঘটনাগুলো নিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করে আসছেন। তবে নিয়মিত অপরাধের ঘটনাগুলোও সংগঠনটি সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে দেখাচ্ছে বলে মনে করেন প্রেস সচিব। আন্তর্জাতিক ও দেশীয় মানবাধিকার সংস্থাগুলোকেও সংগঠনটির প্রতিবেদন যাচাই-বাছাই করার আহ্বান জানান তিনি।

‘ভুল তথ্য ছড়ানোর অভিযোগে’ সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, এ প্রশ্নে তিনি বলেন, ‘আপাতত আমরা চাচ্ছি তারা গঠনমূলক রোল পালন করবে। দেশের মানবাধিকার নিয়ে সবাই রিপোর্ট করুক, সত্যটা উঠে আসুক।’

সরকার সংগঠনটির সঙ্গে কোনো বৈঠক করবে কিনা- এ প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘তাদের প্রতিবেদন নিয়ে আমরা আপত্তি জানানোর পরেও তারা সংশোধন করছে না। এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে বারবার জানাচ্ছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত