বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৬ মার্চ) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বিবৃতিতে বলা হয়, শুভেচ্ছাবার্তায় তিনি (শেহবাজ শরীফ) দুই দেশের মধ্যকার গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক এক নতুন অধ্যায়ে প্রবেশের বিষয়টি উল্লেখ করেন, যা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহ ও প্রজ্ঞার ফলে সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্মরণ করেন, গত বছর নিউইয়র্ক ও কায়রোতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল, যেখানে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেছিলেন। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যৌথ প্রচেষ্টা ও সমঝোতার মাধ্যমে আমরা পারস্পরিক কল্যাণকর সহযোগিতার একটি নতুন অধ্যায় উন্মোচন করতে পারব, যা দক্ষিণ এশীয় অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিতে সহায়ক হবে।’
বিবৃতিতে শেহবাজ শরীফ পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন। এর আগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।