রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দেবিদ্বার শিগগিরই এনসিপির হবে: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৯:০৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ব‌লেছেন, গত দেড় দশক ধরে দে‌শে ইসলামিক পড়াশোনা, বিশেষ করে মাদরাসাগুলোকে দ্বিতীয় গ্রেডের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হতো। আলেম-ওলামাদের সব সময় বঞ্চিত করে রাখা হতো। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে তাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে।

আজ বুধবার বি‌কে‌লে দে‌বিদ্বার সুজাত আলী সরকারি ক‌লেজ মা‌ঠে জাতীয় নাগ‌রিক পা‌র্টি আ‌য়ো‌জিত হিফজুল কোরআন প্রতি‌যোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে তি‌নি একথা ব‌লেন।

হাসনাত আরও ব‌লেন, আমরা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশকে অসাম্প্রদায়িক হি‌সে‌বে তৈরি করতে পেরেছি। দে‌শে এখ‌নও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পর আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমাদের সবসময় সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছে। ভবিষ্যতের আমাদের আরও সতর্ক থাকতে হবে।

দে‌বিদ্বা‌রের উপ‌স্থিত মানু‌ষের উদ্দেশে তিনি ব‌লেন, আমাদের দেবীদ্বা‌রে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন। আমরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী দল-মত নির্বিশেষে, বিভিন্ন ধর্মমত নির্বিশেষে সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করছি। প্রত্যাশা করব আমরা এই সম্প্রীতি যেন ধরে রাখতে পারি।

তিনি বলেন, কুমিল্লার যতগুলো আসন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আসনটি হলো দেবিদ্বার। সে আসনটি খুব শিগগিরই এনসিপির আসন হিসেবে বিবেচিত হবে এবং সেটির জন্য আপনাদের সহায়তা চাই।

এ সময় অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রামপুর জামিয়া ইসলামিয়া কাসেমুল উলূমের মুহতা‌মিম হাফেজ মাওলানা লোকমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মস‌জি‌দের খ‌তিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ, তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার মুহতা‌মিম হাফেজ ক্বারী নাজমুল হাসান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত